নিরাপদ পুনবার্সন আইন বিষয়ক প্রশিক্ষণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা প্রবেশন কার্যালয়ের আয়োজনে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পুনবার্সন) আইন ২০১১, মানসিক স্বাস্থ্য আইন-২০১৮, শিশু আইন-২০১৩, দি প্রবেশন অব অফেডার্স অডিন্যান্স-১৯৬০, বাস্তবায়নে অংশীজনের করণীয় বিষয়ে অবহিতরণ প্রশিক্ষণ।

গতকাল সোমবার (১০ জুন) পৌর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান। লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সম্রাট খিসা, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রবেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটু চন্দ্র ধর।

দিনব্যাপি প্রশিক্ষণে সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, ফিল্ড সুপারভাইজার, সমাজকর্মী, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রশিক্ষণে আরও প্রশিক্ষক হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *