
স্টাফ রিপোর্টারঃ-কে এ সৌরভ খাঁন,,, গতকাল মহা পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় জাকের পাটি ছাত্রফ্রন্টের আয়োজিত পবিত্র মিশন সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পাটি ছছাত্রফন্ট
কে এ সৌরভ খাঁন, স্টাফ রিপোর্টার:
,,, গতকাল মহা পবিত্র শবে বরাত উপলক্ষে কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় জাকের পাটি ছাত্রফ্রন্টের আয়োজিত পবিত্র মিশন সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পাটি ছাএফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাই,কুমিল্লা সাংগঠনিক বিভাগ, জাকের পাটি ছাত্রফ্রন্ট এর সভাপতি ফয়সাল খন্দকার, সাধারণ সম্পাদক সনেট হোসেন মাদানী। চাঁদপুর উঃ জেলা জাকের পাটি ছাএফ্রন্ট এর সভাপতি মোরশেদ আলম চাঁদপুর দক্ষিণ জেলার ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক মো ইয়াসিন আরাফাত মারুফ এবং চাঁদপুর জেলা কচুয়া থানা জাকের পাটি ছাএফ্রন্ট এর সহ সভাপতি মুজাম্মেল হোসেন তুহিন ও সাধারণ সম্পাদক মো মাসুৃম বিল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য কালে রবিউল ইসলাম রবি ভাই বলেন দেশের শান্তি রক্ষায় ও মানুষের জান মালের নিরাপত্তার জন্য ও জাকের পাটি কাজ করছেন। অনুষ্ঠান শেষ হয় দোয়া ও মিলাদের মাধ্যমে।