সন্ত্রাসীর গুলিতে এক রোহিঙ্গা নিহত

ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ৮ জন রোহিঙ্গা মাছ ধরতে গিয়ে ০১জন রোহিঙ্গা অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত অদ্য ১৯ জুলাই ২০২৩ তারিখ ক্যাম্প হেড মাঝি কর্তৃক জানা যায় যে, টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এর ৮ জন রোহিঙ্গা সদস্য গত ১৮ জুলাই আনুমানিক ভোর ০৫০০ ঘটিকায় সীমান্ত পিলার ১০ হতে উত্তর -পূর্বে আনু্ঃ ১.৫ কিঃমিঃ শুন্য লাইন হতে ৮০০ গজ নাফ নদীর মিয়ানমারের অভ্যন্তরে লাল দ্বীপ নামক এলাকায় ৩ টি নৌকা যোগে মাছ ধরতে যায়। পরবর্তীতে গত রাত ০০৩০ ঘটিকায় লালদ্বীপে অবস্থানকারী অজ্ঞাত ডাকাত দল কর্তৃক কথার কাটাকাটির এক পর্যায়ে উক্ত ৮ জনের মধ্যে ব্লক: সি শেড: ৮৬২/১ MRC : ১৯৫৪৮-এ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প।আব্দুল সালামের পুত্র মোঃ ওয়ারস (৩০)নামক ব্যাক্তিকে গুলি করে হত্যা করে। বাকি ০৭ জন রোহিঙ্গা প্রাণে পালিয়ে নিজ ক্যাম্পে চলে আসে । উক্ত নিহত ব্যক্তির লাশ এখনো লালদ্বীপে রয়েছে।

বিষয় টি নিশ্চিত করেন,মাছ ধরতে যাওয়া রোহিঙ্গাদের দেওয়া তথ্যের সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *