ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে কুড়িগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদ। শনিবার(৮ এপ্রিল) রাতে জেলা শহরের কলেজ মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব’র সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারী প্রমুখ।

এ সময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘আমরা যারা ছাত্র ইউনিয়ন করি তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতে শিখিনি। যে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের বাক-স্বাধীনতার চর্চাকে রুদ্ধ করেছে সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং অন্যদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের উৎখাত করতে হবে ।’

পরে প্রতিবাদ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে পুনরায় কলেজ মোড়ে বিক্ষোভ প্রতিবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *