লক্ষ্মীপুরের রামগতিতে ৬ নং ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬ নং চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটারা। ৯ টি কেন্দ্রে ৫৩ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু এবং তার স্ত্রী টেবিল ফ্যান প্রতীকের নাদিয়া সুলতানা মিলি, মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন, চশমা প্রতীকের মো. নুরুল ইসলাম।

চর আলগী ইউনিয়নের ৮ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ােের্ডর নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৯ নম্বর ওয়ার্ডে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের।

চর আলগী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৬১০ জন। এদের মধ্যে পুরুষ ১২১১১ এবং নারী ভোটার ১১৪৯৯ জন।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, ‘এই ইউনিয়নে ২৩ হাজার ৬১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ১২ হাজার ১১১ জন পুরুষ ও ১১ হাজার ৪৯৯ জন নারী ভোটার রয়েছে। উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।’

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় তিনস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *