লক্ষ্মীপুরের রামগতিতে ২১ ড্রাম রেনু পোনা উদ্ধার ও মেঘনায় অবমুক্তকরন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বরাবরের মতো রাষ্ট্রীয় কাজে অবদান রেখে চলছে রামগতি কোষ্ট গার্ড টিম। রাত দিন নৌ পুলিশ সহো সমন্বিত অভিযানে বিভিন্ন সহযোগিতাপূর্ন অবদান রাখছেন বাংলাদেশ কোষ্ট গার্ড রামগতি টিম।সাম্প্রতিক সময়ে তাঁদের অবদান উল্লেখযোগ্য।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীহাট বেড়ীবাধ সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত অবস্থায় এম এ মুজতবা, পেটি অফিসার এর নেতৃতে ২১ ড্রাম রেনু পোনা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মেরিন ফিশারী অফিসার রুহুল কবির এর সম্মুক্ষে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।ভবিষ্যতে ও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ। জন সাধারন কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *