অটোমোবাইল খাতের বিকাশে নীতিসহযোগিতা চান উদ্যোক্তারা

অটোমোবাইল খাতের বিকাশে নীতিসহযোগিতা চান উদ্যোক্তারা – ছবি : ভোরের পত্রিকা।

দেশে শক্তিশালী অটোমোবাইলের উন্নয়নে খাতভিত্তিক নীতি সহযোগিতা চেয়েছেন এই খাতের উদ্যোক্তারা। অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অসেম্বালার্স সম্পর্কিত এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তারা এই সহযোগিতা চেয়েছেন।

বুধবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

বৈঠকে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত নীতিমালার অভাবে দেশে মোটরসাইকেল, সিএনজি ও গাড়ির নকশা ও যন্ত্রাংশ তৈরি করা যাচ্ছে না। এসব কাজের ৯৯ শতাংশই করছেন বিদেশী ভেন্ডররা। তাই দেশীয় ভেন্ডর উন্নয়নে সরকারের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ একান্ত প্রয়োজন।

মো. জসিম উদ্দিন বলেন, একসময় বাংলাদেশ ছিলো শুধুই আমদানি নির্ভর একটি দেশ। বর্তমানে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। প্রয়োজনীয় অনেক পণ্য এখন দেশে তৈরি হচ্ছে, পাশাপাশি রপ্তানিও হচ্ছে। পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের অভাবে বিশ্বের অনেক দেশ এখনও বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে জানে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন অনেক পণ্যই তৈরি হচ্ছে, যেগুলো আগে ছিলো শুধুই আমদানি নির্ভর। অটোমোবাইল একটি বড় সম্ভাবনাময় খাত। মোটরসাইকেল সহ এখাতের অনেক পণ্য এখন দেশে তৈরি হচ্ছে, পাশাপাশি বিদেশে রপ্তানী হচ্ছে। দেশের এ সক্ষমতা ব্র্যান্ডিং করা হলে রপ্তানি ও বিনিয়োগ বাড়বে। বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, নীতিমালা সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি পণ্যের গুণগতমান নিশ্চিত কওে দেশে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে হবে। অটোমোবাইল খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সভা সেমিনার আয়োজন করার কথাও জানান তিনি।

অটোমোবাইলসহ খাত ভিত্তিক উন্নয়নে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এজন্য খাতওয়ারী সুনির্দিষ্ট পরিকল্পনা করে তা এফবিসিসিআই-এর মাধ্যমে সরকারেরর কাছে উপস্থাপন করার অনুরোধ জানান তিনি।
উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সরকারকে অটোমোবাইল শিল্পের উন্নয়নে এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের আহবান জানান।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *