বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,উপজেলা স্বাস্থ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম,বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার , নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যান,শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিন,সাংবাদিক আশরাফুল ইসলাম সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে অবৈধ ট্রলি বন্ধ, সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।