৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনারের জয়

কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিনিধি, সংযোগ আরব আমিরাতঃ-

আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিলো ১৯৮৬ সালে। এর আরজেনটিনা শুধু অপেক্ষা আর অপেক্ষা। এইবার অবশেষে অপেক্ষার পালা শেষ হলো।

৩৬ বছর অপেক্ষা করার পর আজ ফ্রান্স এর সাথে ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। শুরুতে আর্জেন্টিনা চাপের মুখে রাখে ফ্রান্সকে, প্রথম গোল করেন লিওনেল মেসি পেনাল্টির মাধমে,এর কিছুক্ষণ পরে দ্বিতীয় গোল দেন হালের ক্রেজী খেলোয়াড় ডি মারিয়।জয়ের কিছুটা স্বাদ পায় আর্জেন্টিনা। ততক্ষণে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যায়।

দ্বিতীয় রাউন্ডে খেলা প্রা য় ৭৫ মিনিট শেষ হয়ে যা তখনি ফ্রান্সের প্রথম গোল দেন এমবাপ্পে, এর কিছুক্ষণ পর আবারও গোল দেন এমবাপ্পে। খেলা টানটান উত্তেজনা শুরু হয়ে যায়।৯০ মিমিট খেলা শেষ হয় ততক্ষণে আর্জেন্টিনা ২- ফ্রান্স ২ গোল দিয়ে আবারও বিরতিতে চলে যায় দুই দল।

আবারও বিরতি থেকে ফিরে মেসি আরকেটা গোল দেন,তার কিছুক্ষণ পর এমবাপ্পে আবার গোল দেন ততক্ষণে দুই দলের গোল ৩-৩ সমান

ফ্রান্সকে ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জয়ের নায়ক গোল রক্ষক এমিলিয়ানো।অসাধারণ গোল কিপার করে আজ জয় এনে দিলেন এই মহা গোল রক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *