
কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিনিধি ঃ-
গতকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, দিনটি বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ডিসেম্বর মাস আসলে এ দিনে এবং পুরো মাস জুড়েও রাখা হয় নানা আয়োজন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাঙ্গালী জাতীর বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও পুস্প-অর্পন করেন।
জাকের পার্টি হাজিগঞ্জ উপজেলা পরিষদের নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি জনাব হাছান মাহমুদ তুহিন সাহেবের নেতৃত্বে হাজিগঞ্জ উপজেলার আলিগঞ্জে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন, এছাড়া সাধারণ সম্পাদক ও যুগ্ম সংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী সহ উক্ত উপজেলার জাকের পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।