লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আলোচনার শীর্ষে প্রবীণ রাজনীতিবিদ সফিকুল ইসলাম সফিক

ছবি : ভোরের পত্রিকা

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

আসন্ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আলোচনার শীর্ষে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ গণমানুষের নন্দিতা জননেতা রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান জনাব সফিকুল ইসলাম সফিক । তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষীপুর জেলা কমিটির বর্তমান সহ তিনবারের ১ম সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনে (১৯৭৩-১৯৭৪) জি এস নির্বাচিত হন, (১৯৮৬-১৯৯০) রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন, উনার উপজেলা চেয়ারম্যানের সময় কালে মানব কল্যাণে তিনি যেইসকল কাজ করে গিয়েছেন যা রামগঞ্জের ইতিহাসে একটি বিরল উপমা হয়ে আছে, (১৯৯৩-২০০৩) পর্যন্ত রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন, সভাপতি নির্বাচিত হওয়ার পরে ১৩/১৪ হাজার লোককে আওয়ামী লীগে যোগদান করিয়ে কয়েকবার জামানত হারানো আসনে ৪র্থ স্থান থেকে দলকে দ্বিতীয় শক্ত অবস্থানে নিয়ে আসেন, তারই দারাবাহিকতায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আজ সুসংগঠিত, ১৯৯৬ সালে (লক্ষীপু-১) রামগঞ্জ আসনের নৌকার কান্ডারী ছিলেন, জামায়াত জোট সরকারের আমলে উনাকে ৩ বার হত্যার চেষ্টা করে উনার ৩ টি গাড়ি জ্বালিয়ে দেয় এবং ২০০৪ সালে কিডনাপ করে লাকসাম রেললাইনে হাত পা বেঁধে অচেতন করে উনার প্রিমিও গাড়িটি নিয়ে যায়, ৮০ ঘন্টা অচেতন ছিলেন। হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ আওয়ামীলগের সাধারন সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব উনাকে দেখতে আসেন, তখন তিনি বিজিএমই এর পরিচালক ছিলেন, ২০০৪ সালে তিনি লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হন, সেদিন ৮০/৮৫ ভাগ কর্মীই উনার পক্ষে অবস্থান নেয় অথচ উনাকে সভাপতি করা হয়নি, সেদিন কর্মীরা ক্ষোভে সার্কিট হাউস ভাংচুর করে, ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার জন্য প্রিয় নেত্রীর মাধ্যমে দলকে তিনি আর্থিক সহযোগিতা করেন, ২০০৬ সালের ডিসেম্বরে মরহুম হোসেন মোঃ এরশাদকে পল্টনের ১৪ দলের মহা- সমাবেশে নেত্রীর এ.পি.এস আলাউদ্দিন নাসিম ভাই সহ নেত্রীর নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে উপস্থিত করার দায়িত্ব পালন করেন, রামগঞ্জের রাজনীতির ইতিহাসে তিনিই একমাত্র জনপ্রতিনিধি ছিলেন যার বিরুদ্ধে মানুষের কোন অভিযোগ নেই, দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ উনাকে একজন মর্জাদাশীল নেতা হিসেবে গণ্য করে, এখন পর্যন্ত তিনি ই রামগঞ্জের সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক নেতা যা বিভিন্ন জরিপে প্রমানিত। সততা যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করা হলে। জনাব সফিকুল ইসলাম (সফিক) সাহেব ই লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবেন, তিনি ই একমাত্র যোগ্য এবং দাবিদার, তৃনমুলের সকল নেতাকর্মী ও সকল বিবেকবান মানুষ তাই স্বিকার করেন।
শিক্ষাগত যোগ্যতা :
এম.কম : – প্রিলি (ম্যানেজম্যান্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বি.কম : – সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
আই.কম : – সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
এস.এস.সি : – ভাদুর উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ,লক্ষীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *