বিজয় মিছিলে চেয়ারম্যানের গলায় ফুলের মালা

পঞ্চম ধাপে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বারোটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে জেতায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ফুলের মালা পরানোর হিড়িক পড়েছে। একের পর এক প্রার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন সমর্থকরা। এ ঘটনার সমালোচনা করেছেন অনেকে।

স্থানীয় সূত্র জানায়, কচুয়া উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নে মো. আমির হোসেন নৌকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জেতার পর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় বিজয় মিছিল বের হচ্ছে। পছন্দের প্রার্থী জেতায় বেজায় খুশি কর্মী-সমর্থকরাও। আর তাদের আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের গলায় ফুলের মালা পরিয়ে। বেশ কিছু পাড়া-মহল্লায় এ দৃশ্য দেখা গেছে।

তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের বিষয়টির সমালোচনা করছেন। আবার কেউ কেউ বলছেন, এটা গ্রামের ঐতিহ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *