ফরিদগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় এক মাদ্রাসার ছাত্র নিহতঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ-হরিনা সড়কে মোটর সাইকেল স্লিপ করে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মাদ্রাসার ছাত্র মো. ইউসুফ(১১) এর মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ট্রাককে আটক করেছে স্থানীয়রা।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে, পরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটানস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনেন এবং শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাচার

২৫ জুলাই সোমবার বিকেলে চাচা মনির হোসেনের এ্যাপাচি মোটর সাইকেলে করে ভাতিজাকে নিয়ে হরিনা ফেরী ঘাটে যাচ্ছিল। এসময় উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাঁসা গার্লস স্কুলের সামনে গেলে মোটর সাইকেল স্লিপ করে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪৮৩৮৪) গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইউসুফ। ইউসুফ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা মিজি বাড়ির প্রাবাসী মোবারক হোসেনের ছেলে। নিহত মোবারক আলগী বাজারের একটি মাদ্রাসার ছাত্র।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনি এবং শিশুর লাশ উদ্ধার থানায় নিয়ে আসি। ঘাতক ট্রাক ও চালকে আটক কার হয়েছে। তিনি আরো জানান, উক্ত সড়ক দূর্ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির লাশ থানায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *