ফরিদগঞ্জে শর্ট সার্কিটে আগুন লেগে সিএনজি চালক দেলোয়ারের ঘর পুড়ে ছাইঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন অটোরিকশা চালিয়ে সংসার চালান। তিল তিল করে জমানো টাকায় গড়ে তুলেছিলেন স্বপ্নের ঘর। চোখের সামনে মাত্র কয়েক মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল সেই ঘর। পড়ে আছে ধ্বংসাবশেষ।

৫ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যুতের শর্ট সার্কিট ঘর-আসবাবপত্র সবই হারান দিনমজুর দেলোয়ার। ঘটনাটি ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা।

মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দেলোয়ার এখন দিশেহারা। পরিবার নিয়ে কী করবেন? কোথায় উঠবেন? ভেবে পাচ্ছেন না। নতুন করে ঘর তুলবেন- সে সামর্থ্যও তার নেই। এমন পরিস্থিতিতে অসহায় বোধ করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘরে কেহই ছিলোনা। হটাত বিদ্যুতের সর্টসার্কিট থেকে আমার বসত ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে সে আগুন। স্থানীয়রা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। ফলে কয়েক মিনিটের মধ্যেই দেলোয়ারের ২টি বসত ঘর ও রান্না ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, আগুন দেখে পরিবারের সবাইকে ঘর থেকে বাইরে নিয়ে আসি। কিন্তু কোনো মালামাল বের করতে পারিনি। আমার এতদিনের জমানো সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করার পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিএস তছলিম আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *