
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর উদ্যোক্তা এসোসিয়েশন এর উদ্যোগে আজ রোববার বাগবাড়ি করিম টাওয়ারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উদ্যোক্তার উদ্যোগে ইফতার অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়েছে। একে অপরের সাথে কুশল বিনিময় সহ তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনেকে। পবিত্র মাহে রমজানে এ ধরনের অনুষ্ঠান সত্যিই ব্যতিক্রম ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আকবর হোসেন, সঞ্চালনা করেন মো. সুমন হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মর্তা মো. হারুনুর রশিদ খাঁন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা কার্যলায় প্রমোশন কর্মকর্তা বিসিক মো. জুয়েল চৌধুরী, সাংবাদিক কাজী নাঈম উদ্দিন, নুসরাত জাহান শস্যি, জাহাজান, ডিপিএইচ ও ইনচার্জ মো. জিলক্বদ হোসেন (রিয়াজ) প্রমুখ।