
- নিজস্ব প্রতিবেদন:
মরিয়ম বেগম শিউলী, যিনি আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে সমগ্র বাংলাদেশে পরিচিত! অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, বিধবা নারীদের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে সকলে তাকে মানবিক শিউলী বলে আখ্যায়িত করেন।
মরিয়ম বেগম শিউলীর জন্মস্থান লক্ষ্মীপুর জেলার পৌর ৩ নং ওয়ার্ডে হলেও ব্যবসায়ীক কাজের সুবাদে থাকেন রাজধানী ঢাকায়।
অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জার্নিটা তার শুরু হয়েছিল অনেক আগে। বাবার অনুপ্রেরণায়। সর্বদা নিভৃতে তার এলাকা সহ সমগ্র বাংলাদেশে বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেও ২০২০ সালের করোনাকালীন তার সামাজিক কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র।
করোনা মহামারির শুরু থেকে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন সক্রিয়।
এখনও এলাকার মানুষের বিপদের খবর পেলেই ছুটে যান তার বাড়ি লক্ষ্মীপুরে। পরামর্শ, আর্থিক সহায়তা, সাহস যুগিয়ে অন্যের বিপদে পাশে দাঁড়ান। এমন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের জন্য মরিয়ম বেগম শিউলী বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।
সমাজসেবিকা ও মানবাধিকার কর্মী হিসাবে বিশেষ অবদান রাখায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।
মরিয়ম আক্তার শিউলী বলেন, ‘বাবা বলতেন নিজে বাঁচার নাম জীবন নয়, সবাইকে নিয়ে বাঁচাই জীবন। বাবার এই কথা সবসময় মনে ধারণ করে চলি। বাবার অনুপ্রেরণাতেই সমাজের অবহেলিত, নির্যাতিত, অসুস্থ মানুষকে নিয়ে কাজ করি। একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার পর যখন তিনি ভালো থাকেন, তখন সেই অবস্থা দেখে আমি মানসিকভাবে শান্তি পাই, তৃপ্তি পাই। এ সব কাজের মাঝেই আমি বেঁচে থাকার আনন্দ খুঁজি।’
মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, এতে টাকার দরকার। টাকার যোগান আসে কোত্থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আয় থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি দুস্থ অসহায় মানুষের জন্য এভাবেই কাজ করে যেতে চাই। দো’আ করবেন যেন আমার কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।’