
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারী বাজারে নকল ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং মজুত করায় তিন জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ জরিমানা করেন।
সদর উপজেলা প্রশাসন জানায়, সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় নকল ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং মজুত করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইনে তিন জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে নূর মেডিকেল হলের স্বত্বাধিকারী মাকসুদুর রহমানকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসির মালিক নাহিদ হোসাইনকে ৩ হাজার টাকা ও ফেরি করে ওষুধ বিক্রি করায় সামছুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এমন অভিযান চলবে।