শিক্ষককে আটক করে পুলিশে দিলো শিক্ষার্থীরা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহান শরীফকে নিপীড়নের অভিযোগে শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, সোবহান শরীফ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালিয়ে আসছিলেন। তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের ইনস্ট্রাক্টর হলেও গত ৮ মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন।

এছাড়া, শিক্ষার্থীরা দাবি করেন, তিনি ছাত্রলীগ না করলে হলে থাকতে দিতেন না এবং ড্রেস সেলাই করাতেও কমিশন নিতেন।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (২৯ জুলাই) শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন সোবহান। সেই সময় ছাত্রলীগের পক্ষে কাজ করায় শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে রাতে থানার সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তাকে ছেড়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *