সাবেক সাংসদ নাজিম উদ্দীন আহম্মেদর জানাযায় মানুষের ঢল

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:


লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাবেক সাংসদ, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহম্মেদের নামাজে জানাজা মঙ্গলবার দুপুর আড়াইটায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা ও ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ভাদুর মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির জেষ্ঠ যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি ইমাম হোসেন, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সহধর্মীনি নাসিমা হক, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা বিএনপি নেতা আবদুর রহিম ভিপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য নাজিম উদ্দিন আহম্মেদ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর গ্রামের মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নাজিম উদ্দিন আহম্মেদ জন্মগ্রহণ করেন। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *