দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতেই হবে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • নিজস্ব সংবাদদাতা, ইউ এ ই

বিএনপিনেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতেই হবে। তা না হলে নির্বাচনের কথা বলে কোন লাভ হবে না। 

তিনি বলেন, ২০০৭ সালের ৭ মার্চ কোনো ধরনের মামলা ছাড়া সেনা সমর্থিত মইনউদ্দিন ও ফখরুদ্দীনের ওয়ান-ইলেভেনের সরকার জরুরি বিধিমালায় তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে। বিএনপির  ‘যারা তারেক রহমানকে নিন্দিত করতে চেয়েছিল, তারা এখন ঘৃণিত। বিপরীতে তারেক রহমান এখন দেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন।

আরব আমিরাত বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের কারাবন্দি দিবস, ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

 শুক্রবার (৭ মার্চ) শেখ আম্মার রাইন্ড এ্যবাউট আজমান হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে ও সদস্য  সচিব মোহাম্মদ আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল হালিম। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র  যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সরোয়ার আলমগীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা তোফাজ্জল হোসেন মানিক,ইউএই  বিএনপির যুগ্ন আহবায়ক  হাজী শরাফত আলী, কমিউনিটি নেতা মীর কামাল, সিআইপি মোঃ আকতার,সিআইপি মোহাম্মদ ইব্রাহিম,ইউএই বিএনপির সদস্য জাকির হোসাইন খতিব,দুবাই বিএনপির সভাপতি কাজী আবুল মনসুর,আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, এডভোকেট শেখ শহিদুল ইসলাম,সেলিম উদ্দিন খান,ইউএই যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, ইউইএই বিএনপিনেতা  নুরুন্নবী ভূঁইয়া, জাহিদুল ইসলাম, আল দায়িদ বিএনপির সভাপতি এম এ কুদ্দুস মজনু, আবুধাবি বিএনপি’র সহ-সভাপতি  মোহাম্মদ জাবেদ, মোঃ ইদ্রিস, সাংবাদিক লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী, আবদুল করিম,সারজাহ বিএনপির সাধারণ সম্পাদক  ফরিদুল আলম সহ বিএনপি, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ । 

শেষে বিশ্ব মুসলিম উম্মাহ সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *