তারাকান্দায় ফিসারি থেকে বৃদ্ধের হাত- পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি


ময়মনসিংহে তারাকান্দায় ফিসারি থেকে হাত পা মুখ বাধা অবস্থায় বৃদ্ধদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বালিখা ইউনিয়নের বড়ইবাড়ি পশ্চিম পাগুলী এলাকায় ফিসারি থেকে বৃদ্ধের হাত-পা মুখ বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবেদ আলী (৬০)। সে পশ্চিম পাগুলী কোনাপাড়া এলাকার মৃত আবুল হোসেন এর পুত্র। সে পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিসারির কাজের লোক সকালে ফিসারিতে মাছের খাদ্য দিতে গিয়ে হাত পা মুখ বাধা অবস্থায় বৃদ্ধদের মরদেহ পানিতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নিহত আবেদ আলীর স্ত্রী সবুরুন্নেসা জানান, রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদে ওয়াজ শোনার কথা বলে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে ফিসারিতে লাশ পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে দেখতে পায় লাশটি তার স্বামীর।

এ বিষয়ে তারাগুলো থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *