সাতক্ষীরার কালীগঞ্জে পটল চাষের বাম্পার ফলন

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জে চলতি মৌসুমে নানা সবজির পাশাপাশি আবাদ করা হয়েছে পটল।এই ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থনৈতিক মুক্তির পথ দেখছেন কৃষকরা। ইতোমেধ্যে মাচা পদ্ধতিতে পটলের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে।সম্প্রতি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবুজ লতা-পাতার নিচে দোল খাচ্ছে উন্নত জাতের পটল। কেউ কেউ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকে মাচা থেকে পটল সংগ্রহ করে বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে জেলায় শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে।

। এর মধ্যে পটল চাষ হয়েছে প্রায় ৫১০ হেক্টর জমিতে। তবে গত বছরে পটল আবাদে কৃষকরা লাভবান হওয়ায় এ বছর প্রায় ৮০ হেক্টর বেশি জমিতে এই সবজিটি বেশি আবাদ হয়েছে। পটল চাষিদের লাভবান করতে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ধরনের রোগবালাই-পোকা-মাকড় নিধন সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া অব্যহত রাখছেন চাষিদের।জেলার ডুমুরিয়া এলাকার কৃষক অমল কুমার মণ্ডল জানান, তিনি চলতি মৌসুমে ৫৫ শতক জমিতে পটল চাষ করেছেন। পটল উঠানো পর্যন্ত ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হবে তার। ভালো ফলন হওয়া তিনি আশা করছেন প্রায় ৯০ থেকে ৯৫ মণ পটল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বাজারে তিনি প্রায় দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন।এছাড়া কৃষক আলউদ্দীন, হাসেম, নাইমুল, রবিউল ও পরেশ, সহ আরও অনেকে বলেন, আমরা অনেক বছর ধরে পটল চাষ করছি। পটল চাষ একটি লাভজনক ফসল। এই সবজি থেকে দ্বিগুণ লাভ করা যায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় পটল চাষে ব্যাপক সাফল্য দেখছি। বাজারে পটলের দাম ও চাহিদা ভালো থাকায় এই সবজির চাষ করছি। সঠিক নিয়ম মেনে ও পরিচর্যা করায় পটলের ফলনও অনেক ভালো হয়।

সবকিছু ঠিক থাকলে পটল চাষে লাভবান হবেন বলে আশা করছি আমরা।উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীনেশ চন্দ্র মণ্ডল বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণ পটল আবাদ করছে কৃষক। তাদের লাভবান করতে সর্বাতœকভাবে সহযোগিতা করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমদাত হোসেন জানান, সাতক্ষীরা, কলারোয়া, তালা, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর ‌কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা কালিগঞ্জ উদ্যোগে কালিগঞ্জ উপজেলায় পটল আবাদে কম খরচে লাভ বেশি হয়। এ কারণে জেলায় দিনদিন পটলের চাষ বৃদ্ধি পাচ্ছে। চাষিদের প্রণোদনা দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *