ভাষা দিবসে ধুনটের অর্ধেক ব্যবসা প্রতিষ্ঠানে নেই জাতীয় পতাকা 

  • বগুড়া প্রতিনিধিঃ 

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা মহান ২১ শে ফেব্রুয়ারী। মাতৃভাষা এবং ভাষা শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হলেও ধুনটের মথুরাপুর বাজারে বেলা ১১ ঘটিকা পর্যন্ত চিত্রটা ছিল ভিন্ন। 

এ সময় সরেজমিনে দেখা যায়, মথুরাপুর বাজার এলাকায় অধিকাংশ দোকানদার জাতীয় পতাকা উড্ডয়ন করেন নাই। এর মধ্যে কিছু দোকানে পতাকা উত্তোলনের চিত্রটাও ছিল আপত্তিকর। এলোমেলো অগোছালো যত্রতত্র টানানো হয়েছে কিছু পাতাকা। জাতীয় পতাকার এমন উড্ডয়ন চিত্র ও ভাষা শহীদের প্রতি এমন অসম্মান দেখানোর প্রতিবাদ করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম। 

এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মথুরাপুর ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করেন এবং  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বুঝিয়ে ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে পতাকা উত্তোলনে সহযোগিতা করেন। 

এ প্রসঙ্গে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ১৯৫২ সালে বাংলার মুক্তিকামী জনতা মায়ের মুখের ভাষা রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই দিনে শহীদ হন। তাঁদের সম্মান এবং মর্যাদা সব কিছুর উর্ধ্বে বিবেচ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাষা শহীদ তথা সকল মুক্তি সংগ্রাম লড়াইয়ে আত্মাহুতি দেয়া সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। লাল সবুজের পতাকা শুধু দুটুকরো কাপড় নয় এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, তাই জাতীয় পতাকা উড্ডয়নের বিষয়ে সবাইকে আরো সজাগ হওয়া উচিত বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *