আতঙ্কিত জনপদ রাঙ্গুনিয়ায় বেড়েছে ছিনতাই, মারামারি, মাদক ও চোরের উৎপাত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যাপক হারে বেড়েছে ছিনতাই, মারামারি, মাদক ও চোরের উৎপাত। সম্প্রীতি উপজেলায় এক দিনের ব্যবধানে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ও মূল্যবান সরঞ্জামাদি চুরি হওয়ার বিষয়ে নিরাপত্তায় আতঙ্ক বিরাজ করছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। এছড়াও উপজেলা জুড়ে বেড়েছে চুরি, ছিনতাই, মাদক ও মারামারির ঘটনা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান চুরির বিষযয়ে নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “রাতে বিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চোর ঢুকে কম্পিউটার ল্যাবের কক্ষের তালা ভেঙ্গে ফেলে। ল্যাবে মোট ২১টি ল্যাপটপ ও একটি ওয়াল টিভি ছিল। টিভি ও ১৪টি ল্যাপটপ কক্ষের বাইরে পেলেও ৭টি ল্যাপটপ পাওয়া যায়নি। স্কুলে নাইটগার্ড থাকলেও ল্যাবের ভবনটি ক্যাম্পাসের পশ্চিমাংশে নিচু ও নির্জন জায়গায়। দেখে মনে হলো অনুপ্রবেশকারী পেছনের দেয়াল টপকে ভবনের পিলার বেয়ে উপরে উঠেছে। শেষ রাতে হয়তো চুরিটি হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উর্ধতন কতৃপক্ষকে ফোনে অবহিত করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।
এইদিকে, একইভাবে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উপজেলার পোমরা ইউনিয়নে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, নাইটগার্ডকে আটকে রেখে স্কুলের ৯টি ল্যাপটপ, বৈজ্ঞানিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরি করে তিন-চারজন মুখোশধারী দেশীয় অস্ত্রদারি চোর। এই ঘটনায় আনুমানিক তিন লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ওইদিনই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এছড়াও, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল এলাকার এজেহার মিয়া নামে এক কৃষকের তিনটি গরু, একই এলাকার মো. হোসেনের মালিকানাধীন একটি এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বক্কর মেম্বারের মালিকানাধীন তিনটি গরু রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
গেল এক সপ্তাহ আগেও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইকবাল নামে এক কৃষকের তিনটি গরু চুরি হয়। জানা যায় এসব গরু রাতের আঁধারে লুট করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, গেল সোমবার রাতে ইসলামপুরে দুজন জাতীয় টিমের সাবেক খেলোয়াড় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এ সময় সাধারণ জনতা এক ছিনতাইকারীকে ধরে জড়িত অপরদের নাম জিজ্ঞেস করলে অকপটে সবার নাম স্বীকার করে সে। কিন্তু তারা সবাই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। একইদিন চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইভাবে গত এক মাসে এই ধরণের একাধিক ঘটনা ঘটে চলেছে। এমনকি মাদকের উৎপাতও বেড়েছে বলে জানা যায়।
এইসব ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম সাথে কথা বললে তিনি জানান, “গরুগুলো উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিনতাই ও মারামারির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। তবে মাদকসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।”
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন বাজারের দোকান, বাড়ি এবং গোয়ালঘরের গরু থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের দামি সরঞ্জামাদি চুরিসহ, ছিনতাই, মাদক ও মারামারি একাধিক ঘটনা একদিন পরপর হচ্ছে। ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
অনুসন্ধানে জানা যায়, বেশিরভাগ চুরি হচ্ছে ঘরে, দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানে। চুরি থেকে বাদ যাচ্ছে না পানির পাম্প, টিউবওয়েলের মাথা, স্কুলের কম্পিউটার সিলিং ফ্যান, বৈদ্যুতিক বাতি, গাছের ফল, গৃহপালিত হাঁস, মুরগি, ছাগল, মসজিদের মাইক, ফ্যান কিংবা লাইট এ ধরনের ছোটখাটো জিনিস চুরি কোনরকমে ঠেকানো যাচ্ছে না।। আবার মাইক্রোবাস বা সিএনজিচালিত অটোরিকশা করে এসে রাস্তা থেকে গৃহপালিত পশু ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। আপাতদৃষ্টিতে এসব অপরাধ ছোট মনে হলেও এর বিস্তৃতি ব্যাপক।
এভাবে চুরি, ছিনতাই, মাদক ও মারামারি বেড়ে যাওয়াকে সামাজিক সমস্যা হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষকরা। তারা মনে করছেন, সব ক্ষেত্রে আইন প্রয়োগ করে এ সমস্যার সমাধান হবে না। কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসাধারণকে সম্পৃক্ত করে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। অপরাধগুলো কেন ঘটছে, তার কারণগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করতে হবে।
পুলিশের অপরাধ পরিসংখ্যান ও দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, বেশকিছু মাস ধরে চুরি, ছিনতাই, মাদক ও মারামারিসহ ছোটখাটো অপরাধ বেড়েছে। কারণ হিসেবে মাদকদ্রব্যের ব্যাপক বিস্তার, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, অনলাইন জুয়া ও আইপিএলসহ বিভিন্ন খেলাকেন্দ্রিক জুয়ার বিস্তার, যত্রতত্র ভাঙারির দোকান গড়ে ওঠা ইত্যাদিকে দায়ী করা হচ্ছে।