
- মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে নারীলোভী ও দুর্নীতিবাজ বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সুশীল সমাজ, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে নারীলোভী ও দুর্নীতিবাজ বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, নারীলোভী একজন শিক্ষক যেই বিদ্যালয়ে থাকবে সেই বিদ্যালয় শিক্ষা কার্যক্রম ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা একাধিকবার নারী কেলেংকারিতে ধরা পড়েছে।
বৃহস্পতিবার রাতে খলাপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এতে স্কুলের সুনাম ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানান স্কুলের ছাত্র ছাত্রীদের অভিবাবক ও এলাকাবাসী। স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে আমরা তাঁর অপসারণ দাবি করছি।
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজর মো. জয়নাল আবেদীন বলেন, একজন শিক্ষক সমাজের মানুষ গড়ার কারিগর ও আদর্শ ব্যক্তি। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন নারীলোভী এটা লজ্জা জনক। এমন চরিত্রহীন শিক্ষকের অপসারণের দাবি জানাই। তার জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
অন্যদিকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলমের সভাপতিত্বে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলার ভারপ্রাপ্ত হিসেবে সহকারী শিক্ষক বিভাষ কুমার সাহাকে দায়িত্ব প্রদান করেন।
সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, কমিটি গঠনের পর আজ প্রথম শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে মিটিং করেছি। স্কুলের শিক্ষার মানোন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে যাবো। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ।