- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে আঞ্চলিক সংগঠন ‘সাস্টিয়ান সোসাইটি অব লক্ষ্মীপুর’ এর ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আঞ্চলিক সংগঠন।
এ সংগঠনে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকির হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক একই বর্ষের গণিত বিভাগের মো. মাহবুবুর রহমান।
গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবনে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার।
এ নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তানবীর হাসান, আল আমিন শাওন ও ইব্রাহিম ইবনে আহমেদ। সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ফারাবি। সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন নিলয় ও তাসলিমা জাহান জেমি। কোষাধ্যক্ষ মো. ফামিম ও সহ-কোষাধ্যক্ষ মো. শাকিল। প্রচার সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ ও সহ-প্রচার সম্পাদক ইমন হোসেন।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ হোসেন ও সহ-সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরাফাত। দপ্তর সম্পাদক জান্নাত আরা মানজিলা ও সহ-দপ্তর সম্পাদক শহিদুল আলম তামিম। আইটি সম্পাদক আবু সাইয়েদ ও সহ-আইটি সম্পাদক মো. আশিকুর রহমান এবং ক্রিয়া সম্পাদক হাসান মাহমুদ রাকিব। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন ইয়াজ উদ্দিন, জাবের, অনন্যা ও শাফিকা।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন এবং পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান।