চাঁদপুরে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের দু’ টি গোডাউন সিলগালা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিনিধি ঃ

চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে জেলেদের চাল আত্মসাতের অভিযোগে দুই টি গোডাউন সিলগালা করেন।

চলতি অর্থবছরের মার্চ – এপ্রিল দুই মাস পদ্না মেঘনার অভয়াশ্রম এলাকার জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা ভিজিএফের দেড় টন চাল আত্মসাতের অভিযোগে চাঁদপুর সদরের কল্যানপুর ইউনিয়ন পরিষদের দুই টি গোডাউন সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার ১৮ মে বেলা ১১ টা ৩০ মিনিটে সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও) সানজিদা শাহনাজ এর নির্দেশে গোডাউন গুলো সিলগালা করা হয়।

চাঁদপুর সদর সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের খাদ্য সহায়তা চাল নির্দিষ্ট সময়ে বিতরণ বিলম্ব হওয়ায় আজকে ইউনিয়নের দুই টি গোডাউন বরাদ্ব ( ৫৩.৬৮০) মেঃ টন চালের মধ্যে দেড় টন চাল কম পাওয়া যায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি গোডাউন দুই টি সিলগালা করার নির্দেশ দেন।

তিনি আরো বলেন,এ ইউনিয়নে নিবন্বিত জেলের সংখ্যা ৭৩৮ জন। বরাদ্ব এসেছে ৬৭১ জনের। বরাদ্বাকৃত চাল দুই মাসের ৪০ কেজি করে ৮০ কেজি প্রত্যেক জেলে পাবে।

জেলেদের চাল আত্মসাতের বিষয়ে বক্তব্যের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিয়ে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *