আজারবাইজানের সবচেয়ে বড় মসজিদ ‘হায়দার মসজিদ’

মুসলিম প্রধান রাষ্ট্র আজারবাইজান । দেশটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, যা তাদের জীবনধারা, আচার-আচরণ এবং সামাজিক মূল্যবোধে গভীর প্রভাব ফেলে।

‘হায়দার মসজিদ’ দেশটির সবচেয়ে বড় মসজিদ রাজধানী বাকুতে অবস্থিত । এ মসজিদটির স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং এটি সমসাময়িক ইসলামি স্থাপত্যশৈলীর একটি অন্যতম নিদর্শন।

দেশটির মুসলিমরা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন, তবে ইসলামি জীবনাচার, সংস্কার এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়েও এখানে সচেতনতা বাড়ছে।

২০১৪ সালে উদ্বোধন হওয়া এ মসজিদ প্রায় ১২ হাজার মুসল্লি ধারণ করতে পারে।  

সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দেশটি ধর্মীয় চেতনা পুনরুজ্জীবিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে। 

বর্তমানে আজারবাইজানে প্রায় ২ হাজারের অধিক মসজিদ রয়েছে এবং বেশ কিছু মাদরাসা রয়েছে, যেখানে ইসলামি শিক্ষা দেয়া হয়।

আজারবাইজানের জনসংখ্যা প্রায় ১০ মিলিয়ন, যার প্রায় ৯৭% মুসলিম। তবে তারা মূলত শিয়া ইসলাম অনুসরণ করে; প্রায় ৮৫% জনসংখ্যা শিয়া এবং বাকিরা সুন্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *