কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী টিকা নেয়ার পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

আলমগীর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নেওয়ার পর থেকে ৪ শিক্ষার্থী  অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত  চিকিৎসার জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। 

গত শুক্রবার  ঢাকা গ্রীন রোড নিউ লাইভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অসুস্থ ছাত্রীরা হলেন- কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ফারুহা মাহমুদা ( ১৪),  মাইশা ইসলাম  (১৪),  মাইনুলা রহমান মুনতাহা (১৪),  রুবাইয়া হোসেন ইসলাম রাহা (১৪)।

ছাত্রী ফারিহা মাহমুদার বাবা সফিকুল ইসলাম জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ এবং মেডিকেল কর্তৃপক্ষের অভহেলা জনিত  কারণে আজ আমাদের সন্তানেরা মৃত্যুর মুখোমুখি । 

গত শনিবার থেকে তিনজন রোগী আইসিইউ-তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে ছাত্রীদের জন্ম নিবন্ধন দেখে রেজিস্ট্রেশন  করা হলেও নিয়ম না মেনে স্বাস্থ্য সহকারীগন টিকা প্রদান করেন।

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, অসহযোগিতা এ দায়ভারকেনিবে আমি তাদের উপযুক্ত বিচার চাই।

গত বৃহস্পতিবার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান ওই বিদ্যালয়ের  শিক্ষক সাহাদাত হোসেন।

এ বিষয়ে গত সোমবার রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: বাহার উদ্দিন জানিয়েছেন সাইকোলজি প্রবলেমের কারণে এবং  ভয়, ভীতি পাওয়া কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমাদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা এখনো বর্তমানে চলমান রয়েছে। সারা দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে ভয়ভীতি পাওয়ার কোন কারণ নেই। করোনা টিকে দেওয়ার সময় এরকম কিছু ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *