মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ গতকাল রোববার বিকালে সাগর পথে মানব পাচার চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন খুদে বাতায় এ আটকের বিষয়টি নিশ্চত করেন।
তিনি জানান, আজ সোমবার ভোররাতে টেকনাফের ঝর্ণা চত্তর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে। টেকনাফ সদরের লম্বরী এলাকাস্থ পর্যটন বাজার হইতে ৫শ’ গজ দূরে ফয়সাল নামক ব্যাক্তির লিজকৃত জায়গার সুপারি বাগানে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা জোর পূর্বক কিছু নারী ও শিশুদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখে। এই সংবাদে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযানে সুপারি বাগানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দালালরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে পাচারকারী ৪ দালালকে আটক করতে সক্ষম হয়।
এ সময় পাচারের শিকার ৩ নারী, ৯ শিশুসহ ১২ জনকে উদ্ধার করে। এতে অন্ধকারের সুযোগে অন্যরা দিক-বিদিক দৌঁড়ে পালিয়ে যায় বলে জানায়।
আটক পাচারকারী দালালরা হলেন- টেকনাফ সদর দক্ষিন লম্বরী এলাকার কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে
নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহের ছেলে মিনহাজ উদ্দিন (২০), ও নোয়াখালী হাতিয়ার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে আল আমিন (২৪)।
এদিকে উদ্ধার ভিকটিমদের মধ্য ১২জন বাস্তুচ্যুত মায়ানমার রোহিঙ্গা নাগরিক এবং এরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাস করেন।
ভিকটিমদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদের বিবাহের মিথ্যা প্রলোভনে প্রতারণা পূর্বক যৌন নিপীড়ন, বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায়ে ৩/৪ দিন যাবৎ ধাপে ধাপে পরস্পরের যোগসাজশে ঘটনাস্থলে এনে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটকে রাখা হয়।
উদ্ধার ভিকটিম ও আটক দালালদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের মতে টেকনাফ সদরের লেঙ্গুরবিল এলাকার ফয়সাল(২৫), আজিমুল্লাহ (২৭), দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল্লাহ(৪০), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার ইসমাইল(২৬), ফেরদৌস আক্তার (৩৮), মোঃ ইউনুছ(২১), মোঃ রফিক(১৯) জড়িত থাকায় তাদের পলাতক আসামী করা হয়েছে বলে জানিয়েছেন।
এদিকে আটক দালাল ও পলাতক আসামীরা সংঘবদ্ধ মানব-পাচার চক্র দীর্ঘদিন ধরে বাঙ্গালি ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে মানব পাচারের অপরাধ সংঘটিত করে আসছে। আটক ও পলাতক দালালদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক দালালদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ওসি।