ফুল সজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় শিক্ষক মোহাম্মদ আলীর

চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি:

বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সুসজ্জিত গাড়ি প্রস্তুত। বিদ্যালয় ভবন থেকে গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর শিক্ষক মোহাম্মদ আলী বের হয়ে এলেন এবং  উঠে বসলেন গাড়িতে। করতালি দিয়ে স্বাগত জানালো সবাই। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে পৌঁছে দিলো বাড়িতে।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দৃশ্য ছিল এমন। 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী (বিএসসি) ৩৯ বছর ৯ মাস  দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। 

এ আয়োজন দেখে শিক্ষক মোহাম্মদ আলী আবেগে আপ্লুত হয়ে পড়েন। পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তারপর স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী অবসরপ্রাপ্ত  শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাতে আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাই। 

বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, আমার সন্তানরা সবসময় আমার কাছে সন্তান হিসেবে থাকবে। আজ আমি বিদায় সংবর্ধনা নিচ্ছি, কিন্তু আমার দোয়া রেখে গেলাম। সন্তানেরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে। আমি চাই তোমরা  নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। 

বিদায় সংবর্ধনার সভাপতি ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন,বয়সে উনি আমার পিতার সমতুল্য হলেও প্রাতিষ্ঠানিক কাজের বেলায় ছিলেন দুরন্ত। এই ভীমপুর স্কুল উনার কাছে আজীবন ঋণী। তিনি আমাদের ভিত্তি গড়ে দিয়েছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে ফুল সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ আলম বলেন, উনি  আমার শিক্ষক, শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন তিনি অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুব কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে। আমার ধারণা চাটখিল এই প্রথম এমন উৎসবের বিদায়। প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *