টেকনাফে বদির ক্যাশিয়ার ফারুককে গ্রেফতারে র‌্যাবের অভিযানে দুর্বৃত্তদের হামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের পুরানপল্লান পাড়া এলাকায় স্বৈরাচার সরকারের আলোচিত সাংসদ আব্দুর রহমান বদির ক্যাশিয়ার হিসেবে পরিচিত ফারুককে গ্রেফতারে অভিযানে যায় র‌্যাব-১৫ সদস্যরা। এসময় র‌্যাবের টহল দলের ওপর হামলা চালায় তার লোকজন। এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে। 

মঙ্গলবার রাতে টেকনাফ পৌরসভাস্থ পুরান পল্লানপাড়ায় ঘটনা ঘটে। আহতরা হলেন, আমিনুল, মো. মাসুদ ও বিশ^জিত। ওমর ফারুক টেকনাফ পৌর আওয়ামীলীগের সদস্য এবং সাবেক আলোচিত মাদক সম্রাট  আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন। 

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘ফারুককে ধরতে আমাদের একটা অভিযান ছিল। এসময়র‌্যাবের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে আমাদের কয়েকজন সদস্য সামন্য আহত হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’

টেকনাফের পুরানতন পল্লান পাড়ার বাসিন্দা মো. রফিক বলেন, ‘রাতে বদির ক্যাশিয়ার ফারুকের বাড়ি অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় সেই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার লোকজন র‌্যাবের উপর ইট পাটকেল ছুড়ে।’ 

জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক খানে আলম বলেন, ‘আহত অবস্থায় রাতে র‌্যাবের তিন সদস্য চিকিৎসা নিতে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয় টেকনাফ মডেল থানার ওসি মো.গিয়াস উদ্দিন বলেন, ‘র‌্যাবর উপর হামালার ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ নিয়ে আসেনি।’ 

অভিযোগে বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা ফোন রিসিভ করেনি ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *