শিক্ষার্থীদের জন্য রাস্তা সংস্কার করলেন ছাত্রদল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় দীর্ঘদিন থেকে জরাজীর্ণ হয়ে রয়েছে এই সরকারি কলেজ সড়কটি। পরবর্তীতে সংস্কার করার জন্য হাতদেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির নেতৃত্বে সড়কটি মেরামত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক মো. রনি, ইমতিয়াজ আহমেদ বাবু, আরএন রাজু।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, লক্ষ্মীপুর সরকারি কলেজ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী চলাফেরা করেন।

এ ছাড়াও কয়েকটি এলাকার বাসিন্দার নিয়মিত চলাচল এ সড়ক দিয়ে। কিন্তু টানা বৃষ্টি ও বন্যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়। এতে জনদুর্ভোগ তৈরি হয়। তাই সরকারি কলেজ ছাত্রদল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি বলেন,দেশের প্রতিটি দুর্যোগ-দুর্দিনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে কলেজে চলাচলের সড়কটি সংস্কারের দায়িত্ব নিয়েছে কলেজ ছাত্রদল। এক্ষেত্রে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে অংশ নিয়েছেন।

হাছান মাহামুদ শাকিলসহ সাধারণ ছাত্ররা জানায়, লক্ষ্মীপুর সরকারি কলেজের এ সড়কটি দীর্ঘদিন থেকে খানাখন্দে ভরা। সাম্প্রতিক বন্যায় এটি চলাচলের আরও বেশি অনুপযোগী হয়ে পড়ে।

প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এখন ছাত্রদলের উদ্যেগে এটি মেরামত করা হয়। এজন্য কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *