গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে : নতুনধারা 

নিজস্ব প্রতিবেদক :

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্রকে পরিবারতন্ত্র ধ্বংস করছে ৫৪ বছর ধরে। এই কারণে জনগণ বিক্ষুদ্ধ হয়ে হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করেছে। 

১৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।  

চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বিবৃতিতে আরো বলেন, নির্মম হলেও সত্য, ৫৩ বছরে গঠিত প্রতিটি সরকার নির্ধারিত সময়ের চেয়ে বেশি স্থায়ী হতে চেয়েছে কেবলমাত্র পরিবারতন্ত্র আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, যা কোনোভাবেই সাধারণ মানুষ সহ্য করেনি। 

যে কারণে সকল অপচেষ্টার পতন হয়েছে ছাত্র-যুব-জনতার হাত ধরে। রাজনৈতিক দলগুলোর উচিৎ অতিত থেকে শিখে পরিবারতন্ত্র- স্বৈরতন্ত্র বা ধর্মতন্ত্র নয়; গণতন্ত্রকে ধারণ করে রাজনীতি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *