কালীগঞ্জে প্রতিবন্ধী মানুষের অধিকার বিষয়ক মতবিনিময় সভা 

মোঃ আলমগীর মোল্লা :

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এর উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মদ খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলু।

সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর ই এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন।

এ সময় অন্যান্যের মাঝে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার এবং সহকারী মাঠ কর্মকর্তা রকি প্রধান সহ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। পরে বক্তরা বলেন, সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যারা এখনো এই সুবিধার আওতায় আসতে পারেনি তাদের দ্রæত সময়ের মধ্যে অর্ন্তভূক্ত করার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলোও অগ্রণী ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *