কিউবার হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ২২

কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর বিবিসির।

বিবিসি জানায়, পুরাতন হাভানার সারাতোগা হোটেলের বাইরে একটি গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়, আর এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংস করে।

এতদিন করোনার কারণে বন্ধ ছিল হোটেলটি। আগামী চার দিনের মধ্যে ঐতিহাসিক হোটেলটি পুনরায় খোলার কথা ছিল।

বিস্ফোরণে হোটেলটির বেশির ভাগ অংশ ধ্বসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে অভিযান চলছে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেলের এক ব্লকে বসবাসকারী ইয়াজিরা দে লা কারিদাদ সিবিএস নিউজকে বলেন, ‘তিনি ভেবেছিলেন এটি একটি ভূমিকম্প।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা কোন ধরনের আক্রমণ ছিল না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *