মন্দির সুরক্ষায় এলাকাবাসী ও সেনাবাহিনীর তৎপরতা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী ও এলাকাবাসী।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা লক্ষ্মীপুর শহরের কালিবাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

এসময় মেজর সানজিত মন্দিরের পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।

এছাড়াও রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

সেনাবাহিনীর মেজর সানজিদ সাংবাদিকদের জানান, জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় জনগণের পাশে আছি।

এসময় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এমন তৎপরতায় লক্ষ্মীপুর জেলায় জনসাধারণের মাঝে স্বস্তির আশ্বাস মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *