পৌর মেয়র নেমেছে ডাকাতিয়া নদী পরিষ্কারের অভিযানে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহর দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। দীর্ঘদিনের অবহেলায় ময়লা আবর্জনায় ভরে গেছে সেই ডাকাতিয়া নদী। 

এতে করে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। মৃত ডাকাতিয়াকে জীবত করার উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর জেলার রায়পুরের পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে পৌর শহরের ওয়াপদা কলোনি এলাকায় আনুষ্ঠানিকভাবে ডাকাতিয়া নদী পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড নুর উদ্দিন চৌধুরী নয়ন।

রায়পুর শহরের পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সভাপতিত্ব করেন। 

এসময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ।

পরবর্তীতে ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে কচুরি পেনা সহ ময়লার স্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে স্থানীয় ও পৌর পরিচ্ছন্ন কর্মীরা অংশ গ্রহণ করেন। এতে বন্ধ থাকা ডাকাতিয়া নদীর পানির প্রবাহ’সহ গতি ফিরে আসতে শুরু করেছে। 

এই রায়পুরের ডাকাতিয়া নদী দীর্ঘ ২ যুগ ধরে ময়লার স্তুপ ও কচুরিপানার কারনে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। দূষিত পানির কারণে মারা যায় বিভিন্ন ধরনের মাছ।

রায়পুর পৌর শহরের মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, আমার নির্বাচনী ইশতেহার ছিলো মৃত ডাকাতিয়া নদীকে জীবত করা। একসময় ডাকাতিয়া নদীতে পানি প্রবাহ ছিলো। কিন্তু ময়লা আবর্জনা ফেলার কারণে তা ভরাটের দিকে। আমরা উদ্যোগ নিয়েছি ডাকাতিয়া পরিস্কার পরিচ্ছন্ন করার। সকলের সহযোগিতা ফেলে আমাদের অভিযান সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *