
- সুমন দত্ত:
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে মুক্তাদির অনিক সভাপতি, জওহার ইকবাল খান সাধারণ সম্পাদক নির্বাচিত। এছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী ইমাম সুমন। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মনির আহমাদ জারিফ।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নাজিম উদ দৌলা সাদি। সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান ৪০৯, ক্যান সম্পাদক সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা ।
কার্য নিবাহী সদস্য হয়েছেন শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুম আরা মুন, জেসমনি জাহান, , তানজিমুল নয়ন, মাশরেকা জাহান, মোহাম্মদ আবু ইউসুফ।
নির্বাচনে মোট ভোটার ছিল ১৩২১। ভোট দিয়েছেন ৮৫৪ জন। ৯ ভোট বাতিল হয়েছে।