‘চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে’ : অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

নদীতে অভয়াশ্রমে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রতি বছরের মতো এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

নদীতে অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকুন ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি করুন এই স্লোগানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী চাঁদপুর অঞ্চলের- চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। 

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‌‘চাঁদপুর অঞ্চলের সকল নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে নৌপথে যাত্রী, নৌযান মালিক এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।’ 

নৌপথের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌ পুলিশকে আরো পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ‘ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের ভালো কাজের রেকর্ড ভাঙতে হবে।’

গত রোববার (৩১ মার্চ) দুপুরের দিকে চাঁদপুর আঞ্চলিক নৌ পুলিশ অফিসে কথা হলে তিনি বলেন গণমাধ্যমকে।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, ‘পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য প্রত্যেক নৌ পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *