বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়পুরায় ৫৪ তম স্বাধীনতা দিবস পালিত

মোঃ তৌফিকুল হক, রায়পুরা নরসিংদী :

বঙ্গ বন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা 

উক্ত স্লোগানকে মধ্য দিয়ে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্যমে ৫৪ তম স্বাধীনতা দিবস পালিত। সকাল ৮ঘটিকার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঙ্কর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, ৮.২০ঘটিকায় সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের গণ কবরত জিয়ারত করা হয়। সকাল ৯ ঘটিকার সময় রায়পুরা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলাকানিজ লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। জাতীয় পতাকা উত্তোলনের পর আনুষ্ঠানিকভাবে সালাম প্রদর্শন করেন পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ, স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়া ও বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলাপরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি,  যুদ্ধাহতমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, থানা স্বাস্থ্য কর্মকর্তা খান মোহাম্মদ নুরুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *