লক্ষ্মীপুর জেলা প্রতিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সমাজসেবা অধিদপ্তর, আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কিম বাস্তবায়নার্থে এক প্রোগ্রামের আয়োজন করা হয়।সোমবার ২৫ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভিক্ষুক মুক্ত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
প্রোগ্রামে এককালীন অনুদান ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের আওতায় ২২১ জন উপকারভোগীর মাঝে ১১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এ কে এম নুরুল ইসলাম পাটোয়ারী, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, লক্ষ্মীপুর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।