নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের ওয়েলকাম কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শরীয়াহ বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান ফরায়েজি।
সংগঠনটির লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, বটতলী মাদরাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, রামগঞ্জ কাশিমনগর মাদরাসার সহকারী অধ্যাপক মহি উদ্দিন ও বেফাক বোর্ড লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নোমান সিরাজী।
এসময় অতিথিরা সরকারের কাছে সর্বাধুনিক, মননশীল ও জীবনমুখী পাঠ্যক্রমের মাধ্যমে সিলেবাস প্রণয়নের দাবি জানান।