৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি ভারতের

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে ভারত রপ্তানিকারকরা।

বৃহস্পতিবার ভারতের ভোক্তা বিষয়ক দপ্তরের সচিব রোহিত কুমার সিং নয়াদিল্লিতে সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পেঁয়াজ রপ্তানির অনুমতি বাংলাদেশ ছাড়াও মরিশাসে ১ হাজার ২ শত টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিনটি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১শে মার্চ পর্যন্ত ব্যবসায়ীদের এই পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে, ভারতে পেঁয়াজ রপ্তানিতে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে গত বছরের ৮ ডিসেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। মাত্র অল্প কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যায়। যার কারণে ভরা মৌসুমেও দেশে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *