টুমচর গুচ্ছ গ্রামের পরিবার ঠান্ডায় নিস্তেজ, নেই শীত নিবারক বস্ত্র

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর গুচ্ছ গ্রামের পরিবার এখন পর্যন্ত পাইনি কাড় কাছ থেকে শীত নিবারক বস্ত্র (কম্বল)। তীব্র হাঁড় কাঁপানো শীতে মানবেতর জীবনযাপন করছে এখানে বসবাসরত শিশু, নারী, পুরুষ, এমনকি পশু পাখিরাও।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর দক্ষিণ কালির চর আবাসন-প্রকল্প গুচ্ছগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়।

গুচ্ছ গ্রামের বাসিন্দা নূর জাহান বলেন, খুব কষ্টে আমরা এ গুচ্ছ গ্রামে ছেলেমেয়েদের নিয়ে বসবাস করছি। কেউ আমাদের সুখ-দুঃখের খবর নিতে আসেনি। প্রচন্ড ঠান্ডা পড়ে। সামর্থ্য না থাকায় ভালো গরমের কাপড়চোপড় ঘরে নেই। এখনো পর্যন্ত কেউ একটি শীতের কাপড় নিয়ে আমাদেরকে দেখতে আসেনি। শুনেছি, চারদিকে সরকারি ভাবে শীতের কাপড় বিতরণ করা হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। তাই যত দ্রুত সম্ভব আমরা গুচ্ছ গ্রামে শীতবস্ত্র পৌঁছানোর ব্যবস্থা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *