গরু চোর সন্দেহে  গরুর মালিককে পিটিয়ে হত্যা

মোঃতৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

আজ ভোর ৪ ঘটিকা সময় রায়পুরা পৌরসভার বৈকন্ঠপুর গ্রামে মিজানুর রহমান (৩০) নামে গরুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী তার বাড়ি পৌরসভার আবদুল্লাচর গ্রামে। দীর্ঘ ৩৫ বছর যাবৎ সেই নিজ গ্রামে বাস করে না তবে সেই প্রায়ই আসা যাওয়া করতো  নিজের গ্রামের বাড়িতে। ঘটনার সময় তার চাচাতো ভাই নুরুল ইসলাম ও বজলু মিয়া নিকট হইতে দুইটি গরু নিয়া তার (৪) চার সঙ্গিসহ ট্রাকযোগ তার বর্তমান আবাসস্থল ইটনা যাওয়ার পথে বৈকন্ঠপুর বাড়ি হইতে বের হওয়ার মাএ ২০০ গজের মধ্যেই এলাকাবাসীর চোর চোর বলে তাকে ঘিরে ফেলে এবং পিটাইতে থাকে উক্ত ব্যবসায়ী তার নিজ পরিচয় চিৎকার করে দিতে থাকলেও এলাকাবাসীর কোন অবস্থাতেই মানতে রাজি নয় বলে জানান ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা ঘটনাস্থলেই সেই মৃত্যুবরণ করে ঘটনায় আহত হয় তার সঙ্গে থাকা আলিয়া বেগম, আব্দুল্লাহ চর,  মালেক মিয়া ও জহিরউদ্দিন উবয়ের বাড়ি ইটনা  নিহত মিজানুর রহমান একজন শিক্ষিত বিএ পাশ লোক তার স্ত্রী একজন প্রাইমারি শিক্ষিকা সেই দীর্ঘদিন যাবত এক এলাকা থেকে গরু ক্রয় করে অন্য এলাকায় গরু বিক্রি করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করিতেছে। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রহিয়াছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা আজিজুর রহমান সরকারি পুলিশ সুপার আফশান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের শুরত হাল  রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত  দোষীদেরকে আইনের আওতায় আনার দাবি জানান রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত কোন মামলা হয় নাই। রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান যে লাশের শুরত হাল রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *