সাধারণ মানুষের জান মাল নিরাপত্তায় সারাদেশে থাকবে র‍্যাবের ৩০০ টহল দল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৩ দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখাসহ তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের ৩শ টহল দল নিয়োজিত থাকবে। এছাড়াও গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পরিচালক বলেন, কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে-সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব সার্বক্ষণিক সচেষ্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *