
নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের সমর্থনে এবং অবৈধ ইসরায়লী অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সম্মিলিত ওলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৩অক্টোবর) জুমার নামাজেন পরপরই জেলা শহরের সামাদ স্কুল প্রাঙ্গন থেকে সম্মিলিত ওলামায়ে কেরাম লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারের মিছিল বের করে সর্বস্তরের মুসল্লি । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷
এতে বক্তব্য রাখেন, ফারুক হোসেন নুরন্নবী, সর্দার সৈয়দ আহমেদ, মমিন উল্লাহ পাটোয়ারী, রেজাউল ইসলাম খান, হারুনুর রশিদ প্রমূখ।
অন্যদিকে শহরের দক্ষিণ স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামি আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ লোকমান হোসাইন , জেলা সদস্য মুফতি শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: ইউনুস খান।