নন্দিত কবি বরেণ্য লেখক লক্ষ্মীপুরের কৃতি সন্তান মুহাম্মদ আনোয়ার হোসাইন

মো. হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন ৮ নং করপাড়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নন্দিত ও গুণী কবি মুহাম্মদ আনোয়ার হোসাইন। পিতৃহারা কবি তার মহীয়সী ও সংগ্রামী মা আনোয়ারা বেগমের অপরিসীম উৎসাহ উদ্দীপনা ও আন্তরিক আপ্লূত সহযোগিতায় ৫ম শ্রেণিতেই হাতে তুলে নেন সাহিত্যাঙ্গনের মসৃণ লিখনী। ৬ষ্ঠ শ্রেণি থেকেই এ মহান কবির কবিতা সহ নানাবিধ লেখা প্রকাশিত হতে থাকে সাপ্তাহিক পাক্ষিক মাসিক ম্যাগাজিন পত্রিকা সহ স্থানীয় বিভিন্ন পত্রিকায়। একাদশ শ্রেণিতে অধ্যয়ন কালিন যোগদান করেন সাংবাদিকতার মতো মহান পেশায়, পাশাপাশি সম্পাদনা করেন “মাসিক রেনেসাঁ” নামক ম্যাগাজিন পত্রিকা। বয়স বাড়ার সাথে সাথে লেখালেখির পরিধি যেমন বাড়তে থাকে তেমনি নানা পত্রিকায় প্রকাশের সংখ্যাও বাড়তে থাকে সমান তালে। অর্জনের ঝুলিতে জমা হতে থাকে বিভিন্ন সম্মাননা সনদ ক্রেষ্ট সহ নান্দনিক ও দৃষ্টিনন্দন অসংখ্য পুরষ্কার। হয়েছেন নানা সময়ে নানা বার সংবর্ধিত। দিয়েছেন বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনকে সাক্ষাৎকার লাইভ সাক্ষাৎকার। প্রকাশিত হয়েছে উপন্যাস ও ধর্মীয় গ্রন্থ। প্রকাশিত অপ্রকাশিত সহ এ মহান কবির রয়েছে পান্ডুলিপির এক বিশাল ভান্ডার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত ২০২৪ সালের ২১ শে বই মেলায় এ গুণী কবির একাধিক কাব্য গ্রন্থ গল্প গ্রন্থ উপন্যাস ও ধর্মীয় গ্রন্থের মোড়ক উন্মোচনের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *