চাঁদপুর জেলা কৃষি বিপনন সমন্বয় সভা অনুষ্ঠিতঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলা কৃষি বিপনন সমন্বয় সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি বলেন, সরকারের বেধে দেওয়া নির্ধারিত দামে আলু, পেঁয়াজ ও ডিমসহ সকল নিত্যপন্য বিক্রি করতে হবে। কোনভাবেই অতিমুনাফার জন্য পন্যের দাম বাড়ানো যাবে না, তাহলে বৗাবস্থা গ্রহন করা হবে। বানিজ্য মন্ত্রনালয় থেকে নিত্যপন্যের দাম নির্ধারন করে দেওয়া হয়েছে, আমরা সেট্ বাস্তবায়ন করবে।

কোল্ড স্টোরেজ ব্যবসয়িদের উদ্দেশ্যে ডিসি বলেন, চাঁদপুরে কোল্ড স্টোরেজ এ যে পরিমান আলু রয়েছে তাতে দাম বাড়ার কোন যুক্তি নেই। মজুদদাদের সাথে আতআত করে যদি আপনারা সরকার নির্ধারিত দাম মেনে না চলেন তাহলে আমরা ব্যস্থা নিতে বাথ্য হবো। সাধারণ মানুষের পাতে প্রতিদিন আলু প্রয়োজন তাই, এ পন্য নিয়ে তাবহানা চলবে না। দাম নিন্ত্রয়নে সা আসলে আমি চাঁদপুরের বাহির থেকে আলু এনে বিক্রির ব্যবস্থা করবো। তখন বলতে পারবেন না আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। বিগত কোন এক বছরের ব্যবসায় লস হয়েছে তা এরবছরের এসে;দাম বাড়িয়ে পুষিয়ে নিবেন তা চলতেনদেওয়া যাবে না। প্রয়োজন পরলে প্রতিটি কোল্ড স্টোরেজ এ একজন করে ট্যাগ অফিসার বসিয়ে দেব, তখন দেখবো আপনারা মূল্যবৃদ্ধিতে কি করে কারসাজি করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর নৌ পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা মার্কেটিং কর্মকর্তা কামরুজ্জামান জেলা কৃষি কর্মকর্তা ড. শাফায়েত আহমেদ কৃষি, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নূর হোসেন, জেলা মারর্কর্টি অফিসার কামরুজ্জামান, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকারসহ বিভিন্ন কোল্ড স্টোরেজ এর মালিক, ম্যানেজার, আলু ও পেয়াজ ব্যবসায়িগণ।

সভায় চাঁদপুর জেলা হোটেল নেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম লালু, সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম, পালবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন কোল্ড স্টোরেজ এর মালিক, ম্যানেজার, আলু, পেয়াজ ও ডিম ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *